আজ- বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Home » আপোষহীন রাজপথের সৈনিক সাঈদের অদম্য লড়াই

আপোষহীন রাজপথের সৈনিক সাঈদের অদম্য লড়াই

by Prokash Kal
৩০ views

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপোষহীন নেতৃত্ব সব সময়ই বিরল। সময়ের সাথে সাথে অনেকেই সুবিধার কাছে নতি স্বীকার করলেও, কিছু মানুষ রাজনীতি করেন নীতি-আদর্শকে বুকে ধারণ করে। রাজশাহী মহানগর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ ঠিক তেমনই একজন, যিনি কখনোই কারো সাথে আপোষ করেনি।

রাজশাহীর রাজনীতিতে সাঈদের নামটি পরিচিত প্রতিরোধের প্রতীক হিসেবে। বিএনপির দুঃসময়ে যখন দলের অনেক নেতা-কর্মী নিরবতা অবলম্বন করেছেন, তখনও তিনি মাঠে থেকেছেন, দলের জন্য লড়েছেন। গ্রেফতার, হামলা-মামলা কিংবা প্রশাসনিক নিপীড়ন—কোনো কিছুই তার আদর্শচ্যুতি ঘটাতে পারেনি। বরং প্রতিটি বাধা তাকে আরও দৃঢ় করেছে, আরও আপোষহীন করে তুলেছে।

রাজশাহীর রাজপথের লড়াইয়ে সাঈদের নেতৃত্ব ছিল বরাবরই বলিষ্ঠ। যখনই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজশাহীর রাজপথ উত্তপ্ত হয়েছে, সাঈদ ছিলেন অগ্রভাগে। পুলিশের লাঠিপেটা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের হামলা—কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, এটি আদর্শের লড়াই। আর সেই আদর্শের জায়গায় তিনি কোনোদিন আপোষ করেননি করবেও না।

বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম প্রতিকূল। বিরোধী দলের রাজনীতিতে প্রতিনিয়ত বাধা আসছে, নেতা-কর্মীরা গ্রেফতার হচ্ছেন, মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। কিন্তু এসবের মধ্যেও সাঈদ লড়াই চালিয়ে যাচ্ছেন। যারা সুবিধাবাদী তারা হয়তো পথ পাল্টেছে কিন্তু সাঈদ তার অবস্থান থেকে এক ইঞ্চিও সরেননি।

রাজনৈতিক অঙ্গনে এমন আপোষহীন নেতাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কারণ গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় তারাই সবচেয়ে বড় শক্তি। তাই রাজশাহী মহানগরের রাজনৈতিক মাঠে সাঈদ এক উজ্জ্বল নাম, এক অদম্য প্রতিরোধের প্রতীক। তার আপোষহীন লড়াই শুধু বিএনপির কর্মীদের নয়, বরং গণতন্ত্রপ্রেমী প্রতিটি মানুষের জন্যই এক অনুপ্রেরণা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত