আজ- মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Home » গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

by Prokash Kal
২৬ views

প্রকাশকাল ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৯ মার্চ)পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিরীহ শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সংকটাপন্ন অঞ্চলে মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবহেলার বহিঃপ্রকাশ। অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানানো হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যাতে সংঘর্ষ বন্ধে তৎক্ষণাত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি যাতে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানো সম্ভব হয়।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জানিয়ে এতে বলা হয়, এর মধ্যে রয়েছে তাদের আত্মনির্ভরতার অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত বরাবর একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ পুনরায় শুরু করার গুরুত্বও তুলে ধরে বিবৃতিতে বলা হয়, এই সংলাপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি মূল স্তম্ভ হিসেবে কাজ করবে। বাংলাদেশ সব পক্ষকে কূটনৈতিক পথ ও শান্তিপূর্ণ উপায়ে এই অযৌক্তিক সহিংসতা এবং কষ্টের অবসানের দিকে অগ্রাধিকার দিতে আহ্বান জানাচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত