৮৯

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট থানার বালাদিয়ার পূর্বপাড়া এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী মোঃ রাব্বী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬:৩০ টায় র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাব্বী চারঘাট থানার মোঃ মুকুল হোসেনের ছেলে। সে ২০১৭ সালের পুঠিয়া থানার মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়ে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হয়।
গ্রেফতারের পর আসামিকেচারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।