আজ- মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Home » টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা আহত

টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা আহত

by Prokash Kal
৩৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে যুবদল নেতা আহত হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডারের কাগজপত্র লুট করে নিয়ে গেছে একপক্ষ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে ঘটনাটি ঘটে।

ছুরিকাঘাতে আহত মহানগর যুবদলের সদস্য শাকিলুর রহমান রন (৩৫)। তিনি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। এদিন পবার খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। ফলে এই ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে বলে জানা গেছে।

শাকিলুর রহমানের বড় ভাই সানোয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই দরপত্র দাখিল করতে গেলে স্থানীয় কিছু বিপথগামী বখাটে সন্ত্রাসীরা মুখোশ পরে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আমার ভাইকে ছুরিকাঘাত করে। আমার ভাই এখন আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ নং ওয়ার্ডে ভর্তি আছেন । আমি এর বিচার চাই।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা সনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত