আজ- বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
Home » পত্নীতলায় ১১৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬

পত্নীতলায় ১১৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬

by Prokash Kal
১.১K views

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে এবং ৭.৩০ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করে জেলার পত্নীতলা থানার মামুদপুর বাজার এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে ৬৯ কেজি এবং নজিপুর থেকে কার্টুনে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং নগদ ৮৭,৯১০/- টাকা জব্দ করা হয় ।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), শ্রী নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত