আজ- বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Home » ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: রাবি উপাচার্য

ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: রাবি উপাচার্য

by Prokash Kal
২৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে এ সংলাপে বিভিন্ন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশ নেন।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, আমরা পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের কথা বলেছিলাম। তবে পোষ্য কোটা বাতিল আন্দোলনসহ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এবার আর বিলম্ব করা হবে না। ফেব্রুয়ারির মধ্যেই রাকসুর রোডম্যাপ প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, রাকসু শিক্ষার্থীদের জন্য, তাদের কল্যাণেই কাজ করবে। তাই শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রমনা ও মুক্তচিন্তার চর্চা করা একশত শিক্ষক এবং এক হাজার শিক্ষার্থী থাকলেই রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

সভায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ বলেন, উপাচার্য রাকসুর সভাপতি হিসেবে পুরো কমিটিকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নওসাজ্জামান রাকসুর কার্যনির্বাহী কমিটিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের জন্য একটি পদ সংরক্ষণের দাবি জানান।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি পরিচালক আরাফাত আলী সিদ্দিক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত