আজ- বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Home » রাজশাহীতে বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

রাজশাহীতে বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

by Prokash Kal
৮৫৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ষ্টেশনে দুটি বগি রেখে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। তবে বগি দুটিতে কোনো যাত্রী ছিল না। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী খুলনা রুটে চলাচল করে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় েেট্রনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গড়াতে গড়াতে বেলপুকুর পর্যন্ত পৌঁছে যায় বগি দুটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায় ট্রেনটি। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি হরিয়ান স্টেশনে আনা হয়। ততক্ষণ হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।

হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম বলেন, ‘বগি দুটিতে যাত্রী ছিল না। বগি দুটি রেখেই সাগরদাঁড়ি ট্রেন খুলনার উদ্দেশে চলে যায়। এতে তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচলে কোন প্রকার বিঘ্ন ঘটেনি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত