আজ- বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
Home » রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের নির্মার্ণাধীন মসজিদ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের নির্মার্ণাধীন মসজিদ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

by Prokash Kal
৮৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে নির্মাণাধীন আধুনিক মসজিদের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

সোমবার (২৩ জুন) বিকেলে তিনি মসজিদটির নির্মাণ এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, “এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, এটি হবে নগরবাসীর ধর্মীয় ও নৈতিক শিক্ষার এক আধুনিক কেন্দ্র। পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন এই স্থাপনাটি যেন দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন হয়, সেদিকে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “রাজশাহী একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে উঠছে। নগর পরিকল্পনায় ধর্মীয়, সাংস্কৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করেই আমরা আধুনিকতার সঙ্গে উন্নয়ন নিশ্চিত করছি।”

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত খোন্দকার আজিম আহমেদ এনডিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়মতো ও মানসম্পন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি এলাকাবাসীর সুবিধা ও মতামত বিবেচনায় নিয়ে উন্নয়ন কাজ পরিচালনার আহ্বান জানান।

এ সময় রাজশাহী জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি কিছু সময় মসজিদের নকশা ও সার্বিক উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে একটি পূর্ণাঙ্গ অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত