আজ- মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Home » স্ত্রী প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করায় গ্রেপ্তার স্বামী

স্ত্রী প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করায় গ্রেপ্তার স্বামী

by Prokash Kal
২৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মৌসুমী রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে লিফলেট বিতরণের ছবি দেন ফেসবুকে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করতে বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু মৌসুমীকে না পেয়ে তার স্বামী ওহিদুর রহমানকে (৫০) গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।

তবে পুলিশ বলছে, স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটকের কথা সঠিক নয়।

সোমবার সন্ধ্যার পর মৌসুমী রহমান বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে লিফলেট বিতরণ করেন। তার লিফলেট বিতরণের ছবি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়। এ ঘটনার পর তার বাসায় অভিযান চালায় পুলিশ।

স্থানীয়রা জনান, তাকে না পেয়ে স্বামী ওহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা-পুলিশ।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ৫ আগস্টের পর একটি নাশকতার মামলায় অভিযুক্ত ওহিদুর জড়িত ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটকের কথা সঠিক নয়।

এসব বিষয়ে জানতে মৌসুমী রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার দুটি ফোন বন্ধ পাওয়া যায়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত