আজ- মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
Home » হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য কাউন্সিল মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে: প্রেস সচিব

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য কাউন্সিল মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে: প্রেস সচিব

by Prokash Kal
৬২ views

প্রকাশকাল ডেস্ক:
পাঁচ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য কাউন্সিল মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য কাউন্সিল অভিযোগ করেছে- ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছেন। এটা মিথ্যা তথ্য। এছাড়াও তারা ১৭৪টি ঘটনার যে তথ্য দিয়েছে সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে এসব ঘটনার তথ্য পায়নি।

এসময় আরও বক্তব্য রাখেন- উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।

উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২৩টি ঘটনার মধ্যে তদন্ত করে ২২টি ঘটনার তথ্য পেয়েছে পুলিশ। একটি ঘটনার তথ্য পায়নি। এগুলো বেশিরভাগ ছিল ব্যক্তিগত রাজনৈতিক, পারিবারিক ঘটনা। এমনকি আগের ঘটনাকে এবারের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। কোনো ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতা সম্পর্ক নেই।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত