নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় র্যাবের দায়েরকৃত অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অস্ত্র ব্যবসায়ী জনিকে গ্রেফতার করেছে র্যাব-৫ ।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯ টায় র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর রেল ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ কুরবান আলীর ছেলে মোঃ জনি রহমান (৩৭) কে গ্রেফতার করে।
র্যাব জানায়, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। গত ২০২২ ইং সনে অস্ত্র বিক্রয় এবং সংরক্ষণের সময় অস্ত্রসহ র্যাবের টহল দলের নিকট হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের হয়। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার