নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুদ রানা (৩৭), রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাসিয়া সরকারপাড়া এলাকার মৃত সুলতান আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৮ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মো: রাজ্জাক ও তার টিম রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাপাসিয়া সরকার পাড়ায় এক ব্যক্তি বিভিন্ন চোর চক্রের কাছ থেকে চোরাই বাইসাইকেল ক্রয় করে নিজের বাড়িতে মজুত রেখেছে।
পরবর্তীতে থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ২টায় কাপাসিয়া সরকার পাড়ায় অভিযান পরিচালনা করে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার