নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায়, কলেজ প্রাঙ্গনে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক (যুগ্ম সচিব) এবং সুজাউদ্দৌলা কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি পারভেজ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আলহাজ্ব সুজাউদ্দৌলার নাতনী ফৌজিয়া আবিদা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুল্লাহ বেলুসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে না পারলে বর্তমান সময়ের সাথে যোগ্য সম্মান নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়বে। বর্তমান বিশ্ব এখন কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। আমাদের কেউ সেদিকে গুরুত্ব দিতে হবে । পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি উভয়পক্ষের তরফ থেকে কমিয়ে নিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের অভিভাবকদের এক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের নবাগত শিক্ষার্থীদের বরণ ও আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার