আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি কারাগার থেকে বের হন। অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় প্রায় ৯ মাস কারাভোগের পর বুধবার তার জামিন মঞ্জুর হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুশরা বিবির মুক্তি ইমরান খান ও তার পরিবারের জন্য বড় একটি আইনি স্বস্তি। তিনি জানুয়ারিতে গ্রেফতার হন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ছিলেন। পিটিআই নেতা এখনও কারাগারে রয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, কিছু সংখ্যক সমর্থক কারাগার থেকে বের হওয়া দুটি সাদা এসইউভি গাড়িতে গোলাপের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান।
বুশরা বিবির বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা রয়েছে। ওই মামলায় একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ইমরান খান নিজেই একাধিক মামলার মুখোমুখি রয়েছেন। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোটের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি।
খান ও তার পরিবার সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এগুলো সরকারের সাজানো। ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা এখনও জনপ্রিয় এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তার দলের প্রার্থীরা সর্বাধিক আসন লাভ করেছে।
বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ইমরান খান বুশরা বিবিকে প্রায়ই নিজের আধ্যাত্মিক নেতা বলে উল্লেখ করেন এবং তিনি সুফিবাদে গভীরভাবে বিশ্বাসী। তিনি সাধারণত জনসম্মুখে আসেন না এবং মাত্র একবার টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও তিনি বোরখা পরা অবস্থায় ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার