নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেয় সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।
এসময় তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উপস্থিত বক্তারা বলেন, গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কী বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? আজ মানবাধিকার কোথায়? যত মানবাধিকার কী শুধু তাদের বেলায়? আমরা ফিলিস্তিনের সমর্থনে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।
উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘আজ আমরা একত্রিত হয়ে ইজরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি।’
তিনি আরো বলেন, ‘গাজায় নিরীহ মানুষের ওপর বর্বোচিত হামলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় ন্যায়, মানবতা ও শান্তির পক্ষে। আমরা গাজাবাসীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং ইসরায়েলের এই নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’
প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ বলেন, এই আয়োজন শুধু একটি প্রতিবাদ নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় তিনি ইসরায়েলি পণ্য বয়কটের আহব্বন জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার