আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, নিহতদের মধ্যে একজন ইসরায়েলি কৃষক ও চার বিদেশি শ্রমিক রয়েছেন। হামলাটি ঘটেছে মেতুলা সীমান্ত এলাকায়। সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে সংঘাত চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননের খিয়ামের কাছে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে। চার দিন ধরে এই কৌশলগত পাহাড়ি অঞ্চলে সংঘাত চলছে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে একটি সূত্র জানায়, ইসরায়েলি বাহিনীকে খিয়াম থেকে দূরে রাখতে চায় হিজবুল্লাহ। যাতে তারা ওই অঞ্চলের ঘরবাড়ি ও ভবনগুলো ধ্বংস করতে না পারে। ইতোমধ্যে সীমান্তের অন্যান্য শহরেও ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলকে দক্ষিণ লেবাননের কোনও গ্রাম সম্পূর্ণ দখল বা নিয়ন্ত্রণ করতে দেয়নি।
অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা সীমিত স্থল অভিযান চালাচ্ছে এবং এর মাধ্যমে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে।
এই হামলার পরই ইসরায়েলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। কর্মকর্তারা লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ এবং গাজায় হামাসের মধ্যকার সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার নতুন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন।
ইসরায়েল পরপর দ্বিতীয় দিনের মতো লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের বাসিন্দাদের সর্তক করে বলেছে, তারা অঞ্চলটি খালি করে ফেলুক। বুধবার বালবেকে হিজবুল্লাহর অবস্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যেখানে ঐতিহাসিক রোমান মন্দিরও অবস্থিত।
বুধবার হোয়াইট হাউজ জানায়, মার্কিন নিরাপত্তা কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন। তার সঙ্গে থাকবেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী আমোস হকস্টেইন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ সফরে গাজা, লেবানন, জিম্মি, ইরান ও বৃহত্তর আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে।
সূত্র অনুযায়ী, আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ বাস্তবায়নের লক্ষ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে। এই প্রস্তাবে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি লিতানি নদীর দক্ষিণে প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার