আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী গোদাগাড়ীতে প্রেমিকাকে দেখতে গিয়ে কিশোর খুন: মূলহোতা গ্রেফতার

গোদাগাড়ীতে প্রেমিকাকে দেখতে গিয়ে কিশোর খুন: মূলহোতা গ্রেফতার

by Prokash Kal
৯৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন’ শীর্ষক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূলহোতা ও এজাহারনামীয় ১নং আসামি মো. রতন আলী (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিহত কিশোর শিহাব শেখের সঙ্গে ফেসবুকে এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ অক্টোবর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ওঁৎ পেতে থাকা রতনসহ কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। পরে গুরুতর অবস্থায় শিহাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ১ নভেম্বর মারা যায়।

ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং রতনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত