নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন তকত্তিপুর মোড় এলাকা থেকে সবুর হত্যা মামলার মূলহোতা রুহুল আমিন (২০) কে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার রুহুল আমিন শিবগঞ্জ থানার মোঃ মনিরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বিকেলে মাছ ধরার কথা বলে ভিকটিম সৈবুর রহমানকে (২৪) ডেকে নেয় রুহুল আমিন ও তার সহযোগী সাহেব আলী। এরপর সবুর নিখোঁজ হন। ৩১ জুলাই রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের ভাই খাইরুল ইসলাম বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, রুহুল আমিন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার