নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলায় তিনটি গাঁজার কাঁচা গাছসহ ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) আনুমানিক রাত ১টার দিকে উপজেলার পরানপুর গ্রামে থেকে গাছগুলো উদ্ধার করে পুলিশ। এই তিনটি গাছের ওজন ৪৫ কেজি ১শ গ্রাম। যার আনুমানিক মূল্যে ৯ লক্ষ ২ হাজার টাকা।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক, উপ-পরিদর্শক আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পরানপুর গ্রামে আবুল হোসেনের ছেলে ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসা করলে বসতবাড়ির পশ্চিম পাশে টয়লেট এর পিছনে পরিচর্ষা করার সময় তিনটি গাঁজার কাচা গাছ উদ্ধার করে পুলিশ।
চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদি ধরে ইয়াছিন গাঁজার চাষ কওে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার