নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সোমবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এই রোগে প্রাণহানি দাঁড়ালো ১০২ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬১৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাইয়ে সবচেয়ে বেশি মারা গেছে ৪১ জন। আগস্টের প্রথম ১১ দিনে ১৯ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল।
এ ছাড়া জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন ও মে মাসে তিন জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাইয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১১ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩৭ জন। এ ছাড়া জুনে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার সবচেয়ে বেশি ১৩২ জন।
এছাড়া বরিশাল বিভাগে ৬২ জন, ঢাকা বিভাগে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে দুই জন ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১২৫২ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৯৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৫৮ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার