প্রকাশকাল ডেস্ক:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ৮১ জনের প্রাণ গেল। আর এ বছর এডিস মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৯ জনে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চার ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ৩৫, বরিশাল বিভাগে ৩০, খুলনা বিভাগে ২৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০, চট্টগ্রাম বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৬, ময়মনসিংহ বিভাগে ২ ও রংপুর বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে একজন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে ১ লাখ ৭১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ২৪২ জন। দেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। ওই সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১ হাজার ৭০৫ জন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার