শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
তিন দিন বন্ধ থাকার পর পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো রবীন্দ্র কাছারি বাড়ি। শুক্রবার (১৩ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফটক খুলে টিকিট বিক্রির উদ্বোধনের মাধ্যমে এর দ্বার উন্মুক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তদন্ত দলের প্রধান ও উপসচিব (প্রশাসন) শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমান শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান (হিরু) এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (আরিফ).সাবেক সাংগঠনিক আমির হোসেন (সবুজ)পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ। এবং শাহজাদপুর উপজেলা জামাতে ইসলামীর আমির মিজানুর রহমান ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী, পরিদর্শক (অপারেশন) আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পরে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা রবীন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।
জানা যায়, গত ৮ জুন এক দর্শনার্থী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে আসেন। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয় এবং ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ থেকে উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করে।
ঘটনার পরদিন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “উদ্ভূত পরিস্থিতির কারণে কাছারি বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে-এই আশঙ্কায় দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যারা বিক্ষোভ মিছিল থেকে ভেতরে প্রবেশ করেছিলেন, তারা মূলত কর্মচারীদের প্রতি ক্ষুব্ধ ছিলেন, কাছারি বাড়ির কোনো ক্ষতি করার উদ্দেশ্য তাঁদের ছিল না।”
তিনি আরও জানান, হামলার ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। কাছারি বাড়ির বিদ্যমান সমস্যা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরাতন কর্মচারীদের স্থলে নতুন কর্মচারীরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার