নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দূর্গাপুর থানার হাসিবুর হত্যা মামলার মূল আসামী মোঃ আবু সালেহ বাবুসহ এজাহারনামীয় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (৩১ মে) সকালে চারঘাট থানাধীন মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ মে সকালে অনন্তপুর গ্রামে বাদী আবুল কাশেম ও আসামিদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওইদিন সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে কাশেমের ছেলে হাসিবুরকে গুরুতর জখম করে আসামিরা। পরে হাসিবুরকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সেদিন রাতেই তিনি মারা যান।
ঘটনার পরদিন নিহতের বাবা দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন দূর্গাপুর থানার মৃতঃ দলিমুদ্দিনের ছেলে মোঃ আবু সালেহ বাবু (৪৫), মোঃ আঃ মালেকের ছেলে মোঃ জামরুল ইসলাম (৪০), মোঃ ফজলু মন্ডলের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (২৫), চাঁদের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৪) ।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার