প্রকাশকাল প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির মঙ্গলের জন্যই যত দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রযোজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘এ ধরনের সরকার (অন্তর্র্বর্তী সরকার) যত বেশি দিন থাকবে, ততবেশী সমস্যা তৈরি হবে। কারণ, এ সরকারের তো ম্যান্ডেট নেই। তারা নির্বাচিত সরকার নয়, এদের পেছনে শক্তিটা কোথায় ? এ জন্যই এই সরকারকে চিন্তা করতে হবে, যত দ্রুত সম্ভব, প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দিতে হবে।’
বিএনপি মহাসচিব সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএনপি’র ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ এ সভার আয়োজন করে ।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার আমরা শুধু চাই না, আমরা এটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে আপনারা এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি।
যদিও সচিবালয়ে স্বৈরাচারের ও ফ্যাসিবাদের দোসররা বসে আছেন। আপনি তাদের নিয়ে কীভাবে কাজ করবেন ?’
বাজার পরিস্থিতির কথা তুলে ধরে ফখরুল ইসলাম বলেন, ‘নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শান্তি পাওয়ার কোনো কারণ নেই। তাও তো মানুষ মেনে নিচ্ছে। কারণ, আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন। কাজেই ওটাকে দৃশ্যমান করুন, ব্যবস্থা নিন। বাজারের সিন্ডিকেট ভাঙতে পারেন বা না পারেন, চেষ্টা করুন।’
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, আসাদুল করিম, নাজমুল হক প্রমুখ বক্তৃতা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার