সাহিদ হাসান:
একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চিতকরণ ও ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য ও সহায়তা প্রদানের লক্ষ্যে নজিপুর সরকারি কলেজে ছাত্রদলের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ভর্তি হেল্প ডেস্ক।
সোমবার (৮ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে হেল্প ডেস্ক কার্যক্রমে নেতৃত্ব দেন নজিপুর পৌর ছাত্রদলের সদস্য ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এর ছাত্র নেতা নাহিদ হাসান এবং নজিপুর কলেজ ছাত্রদলের সহ সভাপতি আবু হুরায়রা বিল্লা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরাও।
আয়োজকরা জানান, ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থীদের বিভিন্ন ফর্ম পূরণ, কোন রুমে যাবে এবং ভর্তি সংক্রান্ত সকল কাজে স্বেচ্ছাসেবী হিসেবে ছাত্রদলের কর্মীরা পাশে থাকবেন।
নাহিদ হাসান বলেন, ভর্তি প্রক্রিয়ায় যেন কোনো শিক্ষার্থী ভোগান্তির শিকার না হয়, সে জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ভর্তি-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমরা সর্বদা প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার