নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭.৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া থানার মোহাম্মদ রতন ইসলামের স্ত্রী মিনা বেগম (৪০) ও মোঃ মোকারমের স্ত্রী নার্গিস বেগম (৪৫)।
এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। র্যাব জানায়, তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রয় করছিলেন।
ঘটনার পর সিংড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার