নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী ব্যবস্থা ধ্বংশের জন্য যারা কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা যৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজশাহীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্ততে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংঠনের নেতৃবৃন্দ সহ নির্বাচন কমিশনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙ্গে পড়েছে। এটি সংস্কারের জন্য অংশিজনরা মতামত দিয়েছেন। যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এসময় তিনি জানান, ইভিএম পদ্ধতি বাতিল সহ ইভিএমের সরঞ্জাম ক্রয়ে শত শত কোটি টাকা দুর্নীতির তদন্তহওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার