রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নেক্সজেন ফাউন্ডেশনের অর্থায়নে ও রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকটিভ স্টুডেন্টস্ ইউনিটি (রাসু)-এর যৌথ উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ১৭ টা হলের প্রতিনিধিদের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।
নেক্সজেন ফাউন্ডেশনের সদস্যরা (রাসু)-এর স্বেচ্ছাসেবীদের সহায়তায় সফলভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।
নেক্সজেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মামুন রাজ বলেন, "আমাদের লক্ষ্য ছিল প্রকৃত অসহায়দের পাশে দাঁড়ানো। রাসু-এর সহযোগিতায় আমরা আমাদের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।"
রাসু-এর প্রতিষ্ঠাতা সভাপতি আ. গাফ্ফার বলেন, "শীতার্তদের সাহায্য করার জন্য আমরা সবসময়ই প্রস্তুত। নেক্সজেন ফাউন্ডেশনের সাথে কাজ করে আমরা অত্যন্ত আনন্দিত।"
এসময় অংশগ্রহণকারী সবাই এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার