নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) তারিখে উদ্যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। এ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জারিকৃত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১ (ঢ), ২৬ এর ১ (ট) এবং ৩৩ এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে মহানগর এলাকায় সর্বসাধারণের ব্যবহার্য স্থান ও উন্মুক্ত স্থান/ছাদে আতশবাজি, ফানুস, পটকা ইত্যাদি ক্রয়-বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় হিংসাত্মক উদ্দেশ্যে আঘাত করার মতো অস্ত্রশস্ত্র যেমন, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার