নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীর ওপর হামলা ও ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ২৩ নভেম্বর (বুধবার) বিকাল আনুমানিক ৪ টায় আসামীগণ বাদীর বসত ভিটার সীমানা ঘিরে কাজ করতে গেলে ঘটনাটি ঘটে।
এই ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা (মামলা নস্বর ১/৫৬৫) রুজু করা হয়।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের কারণে সাগীরা বানু নামের এক নারীকে তার বসতঘরে হামলা করে চাপাতি দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করা হয়েছে। এসময় তার ঘরও ভাঙচুর করা হয়।
আহত সাগীরা বানু ও তার স্বামী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্তরা হলেন, গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া গ্রামের মোঃ নাইমুল ইসলাম (নাইম), মোঃ মিনারুল ইসলাম, মোসাঃ মলিনা বেগম, মোসাঃ নূরমহল বেগম এবং মোঃ ফারুক।
অভিযোগ সূত্রে জানা যায়, এই হামলার পেছনে সাগীরা বানুর নিজের ভায়ের ছেলে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধের মূল কারণ ছিল পৈত্রিক জমি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তরা সাগীরার ওপর হামলা চালায়। এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামেদের ধরার জন্য তোড়জোর চলছে আসামিরা পলাতক আছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার