সাহিদ হাসান:
ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত মঙ্গলবার (১০ জুন) কারাগারের সিনিয়র জেল সুপার মো: শাহ আলম খানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।
প্রায় ২ থেকে ৩ ঘণ্টাব্যাপী চলা এই অনুষ্ঠানে বন্দীরা অংশ নেন গান, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে। এতে কারাবন্দীদের সৃজনশীলতা ও মানসিক প্রশান্তির দিকটি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো: কামাল হোসেন। তিনি বলেন, “কারাগার কেবল শাস্তির নয়, সংশোধনের স্থানও। এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বন্দীদের মনে আশার সঞ্চার করে এবং সমাজে পুনরায় ফিরে যাওয়ার প্রস্তুতিতে সহায়ক হয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেল সুপার নুর মোহাম্মদ মৃধা, জেলার আমান উল্লাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। সকলে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং বন্দীদের অংশগ্রহণের প্রশংসা করেন।
এই আয়োজন কারাগারের একটি মানবিক ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার