নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা থেকে হেরোইন সহ মাদক ব্যবসায়ী সাইদ‘কে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (৯ মার্চ) দিনগত রাত ১২.৩০ মিনিটে রাজশাহী জেলার বাগমরারা থানাধীন নন্দনপুর চিকাবাড়ী নামক এলাকায় অভিযান পরিচালনা করে মৃত ছাবের আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাঈদকে (৫৫) গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন, ১টি মোবাইল, ১টি সীম, ১টি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাজশাহী জেলার বাগমারা থানাধীন নন্দনপুর চিকাবাড়ী বাজারস্থ এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে এমন সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাঈদকে আটক করে। তার দেহ তল্লাশী করে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ফেন্সিডিল, গাঁজা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার