নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা করে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেওয়া ও গণপিটুনিতে হত্যার ঘটনায় অন্যতম পলাতক আসামী মো. হাবিব আলী (২২) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (১ জুন) দিনগতরাত ১২টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাইয়ের শাহাগোলা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতার হাবিব আলী নওগাঁ জেলার আত্রাই থানার গোয়ালবাড়ী এলাকার মোঃ এমদাদুল হকের ছেলে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামাণিককে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। স্থানীয়রা আমিনুলকে ধরে পুলিশের কাছে হস্তান্তরের সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে।
ঘটনাটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে এবং র্যাব তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় হাবিব আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাবিব আলীকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার