নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ১০টায় বাঘা থানাধীন দীঘা হাজীপাড়া গ্রামের মরঘটি শ্বশানঘাট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ শাহীন আলম (২৫), সে বাঘা থানাধীন দীঘা দারিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে ও মোঃ হাফিজুর রহমান পল্টু (৩৫), সে একই থানা একই গ্রামের মৃত আঃ হানিফের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার