নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইনসহ নিজ বসতবাড়ী থেকে মো. চপল আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব-৫ মোল্লাপাড়া, হড়গ্রাম, রাজশাহী কর্তৃক পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৪.১৫ মিনিটে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মৃত খামেদের ছেলে মাদক ব্যবসায়ী আসামী মো. চপল আলী (৩৮)গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১৬১ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ও ১টি সীম উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তার বসতবাড়ী তল্লাশী করে নিজ শয়ন কক্ষের এটাস বাথরুম এর লো কমোডের ভিতর থেকে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।
র্যাব জানায়, ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। যার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার