শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী পাঠদান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপর এই প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীরা রাস্তায় বসে পাঠগ্রহণ করেন।
আন্দোলনকারীরা জানান, গত আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে। সাত দফা সংশোধনের মাধ্যমে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনা হলেও প্রকল্পটি এখনো একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।
তারা অভিযোগ করেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রতি বারবার অবিচার করা হয়েছে। বারবার আন্দোলনের পরও কেবল আশ্বাসই দেওয়া হয়েছে, বাস্তব কোনো অগ্রগতি হয়নি। তারা আরও জানান, স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
বক্তারা বলেন, একনেক সভায় প্রকল্প অনুমোদনের বিষয়ে সবাই সম্মত হলেও উপদেষ্টা রিজওয়ানা হাসান সরেজমিন পরিদর্শনের শর্ত দেন। তিনি এলাকা পরিদর্শন করে প্রতিবেদনও জমা দিয়েছেন। এরপরও একাধিক একনেক সভা অতিক্রম করলেও ডিপিপি এখনো এজেন্ডাভুক্ত হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুজানা প্রমুখ।
এদিকে মহাসড়কে কর্মসূচি পালনের কারণে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া সহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ এক ঘণ্টার জন্য বন্ধ থাকে। পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার