নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. রেজা উন-নবী আল মামুন (৫৩)। তার বিরুদ্ধে পূর্বে ৮টি মামলা রয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৫ এর টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আল মামুন কাদিরগঞ্জ দরিখরবনা এলাকার মৃত খয়রাত উন-নবীর ছেলে এবং রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
র্যাব জানায়, শুক্রবার রাতে আল মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তালাইমারী মোড় এলাকায় পৌঁছে রাস্তার আইল্যান্ডে গাড়ি তুলে জনতার মাঝে ঢুকিয়ে দেওয়ার উপক্রম ঘটান। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তার গাড়ি ঘিরে ধরে, যা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে।
পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব সদস্যরা আল মামুনকে হেফাজতে নেয় এবং তল্লাশিতে তার ব্যাগ থেকে ৬ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় তার প্রাইভেটকারটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র আরও জানায়, আল মামুনের বিরুদ্ধে পূর্বে মাদক সেবন ও অন্যান্য অপরাধে মোট ৮টি মামলা রয়েছে। নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিহার থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার