নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর এক অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইয়াদ আলী সরকার কে সেনাবাহিনীর এক সৈনিক পরিচয় হুমকি দেয়ার ঘটনায় ডাক্তার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এ ব্যাপারে ডাক্তার রাজশাহী শাহ মখদুম থানায় নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ঐ ডাক্তার ইয়াদ আলী বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর শিরোইল এলাকায় অবস্থিত বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সম্মেলন কক্ষে এক জরুরী সংবাদ সম্মেলনে এ হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর পুলিশ কমিশনার প্রতি আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ডাক্তার ইয়াদ আলী বলেন, আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমার নিজ বাড়ি রাজশাহী মহানগরীর উত্তর নওদাপাড়ায়। আমার ঐ ভিটায় পাকা গৃহ নির্মাণের জন্য নাসির নামে এক রাজ মিস্ত্রিকে দৈনিক মজুর ভিত্তিতে কাজ দিই। নাসির যথারীতি কাজের প্রাপ্য দৈনিক মজুরি নিতে থাকে। কাজ শেষে হঠাৎ সে দাবি করে আমার নিকট কাজের মজুর হিসেবে ১লক্ষ্য ৯০ হাজার টাকা পাবে। আমি হিসাব চাইলে সে তা দিতে অস্বীকৃতি জানাই। সে আমার নিকট থেকে কাজের পারিশ্রমিক বাবদ বিভিন্ন সময়ে ২ লক্ষ্য ২২ হাজার টাকা গ্রহণ করেছে। এরপরও সে এই বিষয়টি অস্বীকার করে।
ইয়াদ আলী আরো বলেন, রাজমিস্ত্রি নাসির অর্থ আদায়ের জন্য নানা ভাবে হুমকি প্রদান করতে থাকে। এক পর্যায়ে গত ৩১শে অক্টোবর লাগাতার হুমকি প্রদান করতে থাকে। এসময় সেনাবাহিনীর এক সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনে আমাকে ১ লক্ষ্য ৯০ হাজার টাকা পরিষদের চাপ দেয়। এবং টাকা পরিষদ না করলে আমার বসত বাড়ি ভাঙচুর করা হবে এবং আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করে। এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। এ ব্যাপারে নগরী শাহ মখদুম থানা নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ কাজ করেছি।
সংবাদ সম্মেলন থেকে ডা. মো. ইয়াদ আলী সরকার বিষয়টি সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি আরএমপির কমিশনার সহ পুলিশের উর্ধোতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার