প্রকাশকাল ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাল আল নোমান এ তথ্য জানান। জুলাই-আগস্ট গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও তিনি জানান।
নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো আসামিকে হাজির করা হচ্ছে।
এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার