শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত হয়েছে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি। রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড থেকে দিলরুবা বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
‘শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম’-এর আয়োজনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাহজাদপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দও।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনো এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ভাড়া করা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নেই আবাসিক হল,খেলার মাঠ কিংবা মানসম্মত অবকাঠামো।”
তারা আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য ৫১৯ কোটি টাকার প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দেওয়া হলেও একনেকে তা এখনও পাশ হয়নি। অবিলম্বে ডিপিপি অনুমোদন দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করার দাবি জানান বক্তারা। অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, ২৭ জুলাই থেকে একনেকে ডিপিপি অনুমোদন ও দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার