নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজপাড়া থানার আকলেসুর রহমান ওরফে আকি (৩৩), মো: হাসিবুর আলী ওরফে হাসিব (৪৫), মো: মানিক (৪৮) এবং কাশিয়াডাঙ্গা থানার মো: শহিদুল ইসলাম (৪৪)।
রোববার (২৭ জুলাই) রাতে রাজপাড়া থানার এসআই তরিকুল ইসলাম ও তার টিম ডিউটি অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত দেড়টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৩০০ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার