আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে “অপারেশনস ফার্স্ট লাইট” মাদক-অস্ত্রসহ গ্রেফতার ১৩

রাজশাহীতে “অপারেশনস ফার্স্ট লাইট” মাদক-অস্ত্রসহ গ্রেফতার ১৩

by Prokash Kal
৩১৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার বাঘা উপজেলায় বিশেষ অভিযান “অপারেশনস ফার্স্ট লাইট” পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ ১৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

রোববার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া ও পলাশী ফতেপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জালাল উদ্দিন, মো. কামরুজ্জামান, কবির উদ্দিন, খবির উদ্দিন, মোসা. মনোয়ারা খাতুন, মোসা. মনিয়ম খাতুন, মো. আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আলম ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মো. বাচ্চু মণ্ডল, আওলাদ হোসেন ও মো. মিজানুর রহমান।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশে ও অতিরিক্ত ডিআইজি (অপস্) নওরোজ হাসান তালুকদারের তত্ত্বাবধানে, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও বালুমহাল দখলকে কেন্দ্র করে সক্রিয় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশ, র‌্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশ অংশ নেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত