নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৫ জন এবং ওয়ারেন্টভূক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী হলেন, মো: ফারহান আবিদ ওরফে আদিত্য (১৮), মো: আব্দুল ওয়াদুদ হৃদয় (৩৩) ও মো: মুন্না (২৯) । ফারহান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ কলাবাগান এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে, মো: আব্দুল ওয়াদুদ রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মো: আব্দুর রবের ছেলে ও মো: মুন্না একই এলাকার মৃত ফজলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার