নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: জিসান আহম্মদে ভুট্টু (২০) নগরীর বেলপুকুর থানার গটেপাড়া এলাকার মো: জাহদিুল ইসলামরে ছেলে ও একই এলাকার মধ্যপাড়া এলাকার মৃত আরমান আলীর ছেলে মো: আবুজর আলী (২০) ।
পুলিশ জানায়, সোমবার (৯ ডিসেম্বর) রাত ১১ টায় আরএমপি’র মতিহার থানার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম বেলপুকুর থানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গাঁজা বিক্রির জন্য অবস্থান করা দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার