নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল পাঁচটায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ তাজ উদ্দিন খান কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা মামুন ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে।
গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ আমরা সকলে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং তার রেখে যাওয়া সাদকায়ে জারিয়াহ গুলো আল্লাহ কবুল করেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা চাই তার আদর্শে এ দেশ গড়তে এবং দেশ পরিচালনা করতে। সেই সাথে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাজী মোঃ আব্দুল ওহাব, মোঃ রুবেল সরকার, হাফেজ ফরহাদুর রহমান পরাগ, বোয়ালিয়া থানা, মাওলানা কাজী মোঃ রবিউল আলম চন্দ্রিমা থানা, মাওলানা কাজী মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম রাজপাড়া থানা, মাওলানা কাজী মোঃ তরিকুল ইসলাম দামকুড়া থানা, মোঃ মোমিনুল ইসলাম মিলন কাশিয়াডাঙ্গা থানা, মোঃ শাকিল আহামাদ শাহমখদুম থানা,
মাওলানা কাজী মোঃ মাইনুল ইসলাম কাটাখালী থানা, কাজী মোঃ হাবিবুল্লাহ কর্নহার থানা , মাওলানা কাজী মোঃ মাসুদ রানা বাঘা থানা, মাওলানা কাজী মোঃ আব্দুল ওদুদ চারঘাট থানা, মাওলানা মোঃ মফিজুর রহমান পুঠিয়া থানা, মাওলানা মোঃ আব্দুল মান্নান, দূর্গাপুর থানা, মাওলানা কাজী মোঃ খাদেমুল ইসলাম বাগমারা থানা, মাওলানা মোঃ মাসুদ রানা গোদাগাড়ী থানা, মাওলানা কাজী মোঃ সাইফুল ইসলাম, তানোর থানা, মাওলানা মীর আব্দুল কাদের মোহনপুর থানা, মোঃ আতিকুল ইসলাম পবা থানা, হাফেজ মাওলানা মোঃ আবুল হাসান বেলপুকুর থানা, মুফতি মাওলানা মোঃ আবু নাঈম মতিহার থানা, মাওলানা কাজী মোঃ মোতাহার হোসেন এয়ার পোর্ট থানা সহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী মোঃ নূরুল আলম ।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবিদ হাসান মুন্না আনসারী।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার