নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কর্ণহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশী চোলাইমদসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কর্ণহার থানা পুলিশ।
আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকার মৃত নুরুল হকের ছেলে মো: আরফান আলী (৪০) ও কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কর্ণহার থানার সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে মো: মজিজুল ইসলাম (৬৫) ও একই এলাকার মৃত মাহমুদের ছেলে মো: মফিজ (৫০)।
গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে আরএমপির বেলপুকুর থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১ টায় বেলপুকুর থানায় অভিযান পরিচালনা করে আসামি আরফান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অপরদিকে কর্ণহার থানা পুলিশ রাত সাড়ে ৭ টায় অভিযান পরিচালনা করে কর্ণহার থানার শিশাপাড়া এলাকা থেকে আসামি মজিজুল ইসলাম ও মফিজকে ৮ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর ও কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার