নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর দামকুড়া থানার দেসলাপাড়ার মৃত ফরহাদ হোসেনের ছেলে মো: ফারুক হোসেন (৩৮), একই থানার খোলাবোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: পলাশ হোসেন (৩৫) ও হরিপুর কসবার মৃত আবুল কালামের ছেলে মো: মিলন হোসেন (৫৩)।
জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা ত্রিভুজ মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি গতকাল দিবাগত রাত পৌনে ৩ টায় থানার কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা ত্রিভুজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাঁদের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার