নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে মো: মেহেদী হাসান সুমন (৪০) ও চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে মো: নয়ন (৪২)।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই মো: ফরহাদ হোসেন ও তার টিম মহানগর এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাধুর মোড়ে রানীনগর এলাকায় দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
সংবাদে পেয়ে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৩ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুমন ও নয়নকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার