নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো: আলামিন (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তার আলামিন নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত সাকিম উদ্দিনের ছেলে। সে বর্তমানে থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় বসবাস করে।
আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম গতকাল রাত পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আলামিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছিল।
তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার