নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে জেসিআই রাজশাহী। সার্বিক সহযোগিতায় ছিল নিরাপদ সড়ক চাই (নিসচা)।
ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন দন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, ডা. মাহাফিল আরা মুনমুন ও ডা. মো. আরিফ হোসেন।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা, মৌখিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি দাঁতের যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা সেবা প্রদানই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা গ্রহণ করে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার